আজকের সংবাদ ডেস্কঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার নিজস্ব তহবিল হতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বিভিন্ন উচ্চ বিদ্যালয়,ক্রীড়া সংগঠন ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
রোববার(৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদে এমপি খোকার কার্যালয় থেকে এ সকল ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামছুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বারদি ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব,সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন