সোনারগাঁয়ে আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা,হাবিবপুর ও বাড়ী মজলিশ এলাকার কিছু অংশে আগামীকাল শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্তবিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির (সোনারগাঁ জোনাল অফিস) ডিজিএম গোলাম আলী আজকের সংবাদ ডট কম প্রতিনিধিকে জানান,বিদ্যুৎতের সার্ভিস লাইন পরিবর্তনের জন্য শুক্রবার সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা,হাবিবপুর ও বাড়ী মজলিশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
লাইন পরির্বতনের কাজ যথাসময়ে শেষ হলে দুপুর ২টার মধ্যে পুণরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ সময় কেউ যাতে বাড়ির বিদ্যুতে লাইনে কাজ না করেন সেজন্য সর্তক করা হচ্ছে। এসময় তিনি সাময়িক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন