রূপগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরের জয় বাংলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার হিরনাল এলাকার সোনা মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আকতার শাওন জানান, পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরের জয় বাংলা চত্বরের জয় বাংলা রেস্টুরেন্টের সামনের রাস্তায় মাদক ব্যবসায়ী সুমন মিয়া ইয়াবা বিক্রি করছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন মিয়া পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এসময় সুমনের দেহ তল্লাশী করে ১ হাজার পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন