সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সোনারগাঁয়ে বাল্যবিয়ে প্রতিরোধ,উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার যানজট নিরসন,মাদক নির্মূল ও দূর্গাপুজাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম,সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার,সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রশিদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন