সোনারগাঁয়ে মরহুমা মনোয়ারা চৌধুরী স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মরহুমা মনোয়ারা চৌধুরী স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের উদ্যোগে মরহুমা মনোয়ারা চৌধুরী স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)।
কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু,যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ,জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,কাঁচপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ ।
এসময় ক্রীড়ামোদী শত শত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় সেনপাড়া ৯ স্টার ১-০ গোলের ব্যবধানে সিদ্ধিরগঞ্জ একাদশকে পরাজিত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন