রূপগঞ্জ থানা পুলিশেকে চেয়ারম্যান আলমাছের গাড়ি উপহার
মোঃ মোয়াশেল ভূঁইয়া
নারায়ণগঞ্জ রূপগঞ্জ জননিরাপত্তা বৃদ্ধি ও পুলিশের সকল কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে রূপগঞ্জ থানা পুলিশকে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ একটি গাড়ি উপহার দিয়েছেন। গতকাল ১৯ সেপ্টম্বর সোমবার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ থানা ওসি এ এফ এম সায়েদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ সচিব গোল বক্স মিয়া, ইউপি সদস্য গোলাম মাহমুদ, তাওলাদ হোসেন, সাইদুর রহমান, মানিক মিয়া, রায়হান মিয়া রনি, আজহার ভুঁইয়া, আবু হুরাইরা, লাভলী আক্তার, আলম হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী রফিক উদ্দিন, আলিম উদ্দিন, এজাজ আহমেদ, ছাত্রলীগ নেতা হাসান রাজা প্রমুখ।
পরে গাড়ির চাবি রূপগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেন চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন