১ হাজার চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

১ হাজার চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার


১ হাজার চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার

 

পাভেলঃ- ঢাকার শাহবাগ, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে প্রায় ১ হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮টি ট্যাবসহ ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭