নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা বাবু ইয়াবাসহ গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা বাবু ইয়াবাসহ গ্রেফতার


নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা বাবু ইয়াবাসহ গ্রেফতার 


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- চট্রগ্রামের মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ বাবু শিকদার নামে এক মাদক গ্রেফতার।


গ্রেফতারকৃত আসামীর বাবু সিকদার নারায়ণগঞ্জ বন্দর থানার ছালেহনগর এলাকার মফিজ শিকদারের ছেলে। এছাড়াও বাবু নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-ত্রান বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের একনিষ্ঠা কর্মী বলে জানা যায়।


গত সোমবার বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিল বলে স্বীকার করে। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানায় সে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলাদেশ বার্তাকে বলেন, সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালাকালে ঢাকামুখী একটি বাসের যাত্রী গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চট্টগ্রাম আদালতের পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭