সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে পুলিশ সদস্যসহ আহত-১০
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর কেওঢালা এলাকায় বেপরোয়া গতিতে বাস চালিয়ে নিয়ন্ত্রান হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুলিশ সদস্য ফারুকসহ ১০ জন যাত্রী আহত।
সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ পিপাসা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।
আহতরা হলো হবিগঞ্জ জেলার দুলাল মিয়া (৫০),নাসিমা বেগম (৪০),রাহিমা (১৭), রাসেল (২৮), আবুল কালাম (৪০), মিজানুর রহমান (৫২) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার খোকন (৪৮) শওকত মোল্লা (৫৩), রবিন্দ্র (৫২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় আল বারাকা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মতলব এক্সপ্রেস ঢাকা গামী ঢাকা মেট্রো জ ১৪-০১৩৯ যাত্রীবাহী বাস বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় বন্দর থানাধীন কেওঢালাস্থ ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে বিপরিত লেনে থাকা ঢাকা মেট্রো ল ১১-৫৫৬০ মটরসাইকেল চালক পুলিশ কন্সেটেবল ফারুককে ধাক্কা দেয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ উল্লেখিত ১০ বাস যাত্রী মারাত্মক ভাবে আহত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন