বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার নবীগঞ্জস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ময়লার ভাগার থেকে প্লাষ্টিক ব্যাগে কাপড় মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
নবজাতক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বন্দর নবগিঞ্জস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন ময়লার ভাগারে একটি নবজাতক শিশু লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে সংবাদ দেয়। পরে বন্দর থানা পুলিশর এসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ময়লার ভাগার থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন