আজকের সংবাদ ডেক্সঃ--র্যাব-১১র দূরদর্শিতায় মৃত্যুদন্ডের রায়ের ২৪ ঘন্টার ব্যবধানে চাঞ্চল্যকর ধর্ষণপূর্বক হত্যা মামলার পলাতক আসামী নবী হোসেন (৩৭) গ্রেফতার।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার বগাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী নবী হোসেন আড়াই হাজার থানার বগাদী গ্রামের জায়েদ আলীর ছেলে।
উল্লেখ্য নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় প্রদানের ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করেন র্যাব-১১র একটি অভিযানিক দল।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায়, গত ২০১০ইং সালের পহেলা জানুয়ারি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ ও গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে গ্রেফতারকৃত মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত আসামি। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। গত ২৭/১০/২০২২ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন