আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেওডালা এলাকায় ক্রেনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বন্দর উপজেলার কেওডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্রেন চালক মো. রাসেল (২৮) ও হেলপার মো. ফাহিম (২১)। তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়।
নিহতদের সহকর্মী সুমন বলেন, বন্দরে ক্রেনের কাজ করার সময় উপরের দিকে উঠালে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও সহকারী ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে,এ বিষয় সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন