ফারুকুলঃ-অবশেষে ঢাকা প্রতিদনের ডিক্লারেশন বাতিল আদেশ স্থগিত করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। গতকাল সোমবার ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ননের করা রীটের ( ১১৫০১ ) শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীরের বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ মনজুরুল হক। তাকে সহয়তা করেন ব্যারিস্টার হারুনুর রশিদ খান ও এডভোকেট বিলকিস রহমান।
উল্লেখ্য গত ৩১ আগস্ট ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম অন্য প্রেস থেকে ছাপানো হচ্ছে এই ঠুনকো অভিযোগ এনে ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিল করেন। আদেশের পর সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ মনজুরুল হক বলেন, আজকের আদেশে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে এ পত্রিকা প্রকাশে আর বাধা থাকল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন