বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর ) বাদ জুম্মা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধানের উদ্যোগে ৯টি ওয়ার্ডের ৪৩টি গ্রামের সকল মসজিদে একযোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় এমপি সেলিম ওসমানের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, জরুরী ভিত্তিতে গত ১৬ অক্টোবর মেরুদণ্ড অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গত বৃহস্পতিবার তাঁর অপারেশন করা হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নবাসীর কাছে সেলিম ওসমানের জন্য দোয়া চেয়েছে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন