আজকের সংবাদ ডেক্সঃ--‘আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা কাঁচপুর হাইওয়ে থানা থেকে র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে প্রচারাভিযানে যুক্ত হয়।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূল লিফলেট বিতরণ করা হয়।
পরবর্তী আলোচনা সভায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই সৈয়দ নাজমুল হুদা, হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দীন, হাইওয়ে পুলিশ ভুলতা ক্যাম্পের ইনচার্জ টিআই মো. ওমর ফারুকসহ শিমরাইল ও ভুলতা ক্যাম্পের পুলিশ সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন