সোনারগাঁয়ে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩রা অক্টোবর ) দুপুরে স্পিড বোট ও ট্রলার দিয়ে ৩ ঘন্টা ব্যাপী নৌ থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আজকে নৌ পুলিশের সহযোগিতায় ৫টি অবৈধ ঘের উচ্ছেদ করতে পেরেছি।আগামীতেও নদীতে অবৈধ সকল ঘের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, সেই সাথে যারা নদীতে ঘের নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন মেঘনা নদীতে পোনা মাছের অবাদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন