মোঃ নুর নবী জনি,নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড সোনারগাঁ থেকে ৩৪ ভোট বেশি পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন আবু নাইম ইকবাল।
আবু নাইম ইকবাল তিনি পেয়েছেন ৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সোনারগাঁ থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
সকাল ৮ টা থেকে একটানা দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে আবু নাইম ইকবাল ৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।ফলাফল শোনার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা আনন্দে উল্লাসে ফেটে পড়েন।তারা পদযাত্রা করে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকাকে ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল কে ফুলেল শুভেচছা জানান।
এ সময় নেতাকর্মী ও সমর্থকরা বিজয়ের সোল্গান দেন।নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল বলেন,এ বিজয় সমস্ত সোনারগাঁয়ের জনপ্রতিনিধির আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন