সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের করা বিস্ফোরক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি শাহজালাল(৪০)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহজালাল হাজী আলম চাঁনের ছেলে।
পুলিশ সুত্র জানায়, গত ২০১৮ ইং ১০ অক্টোবর উপজেলার হাবিবপুর এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালালসহ ৪২জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, ২০১৮ সালের বিস্ফোরক মামলায় শাহজালাল ওয়ারেন্ট ভুক্ত। বুধবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে আরও ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত করা হয়েছে। তাদেরকেও গ্রেফতার করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন