মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার গুণগত মান ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার শম্ভুপুরা ইউপির চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(রংপুর)সাবেক ভাইস চ্যান্সেলর ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিশিষ্ট ব্যাংকিং ব্যক্তিত্ব,(ঢাকা) জনাব মোহাম্মদ মহসীন মিয়া।
চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার মো: রেজওয়ান-উল-ইসলাম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, উপজেলা প্রকৌশলী মোঃ আরজুরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার,মোঃ সাইফুল ইসলাম প্রধান,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:আব্দুর রউফ, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল।
এছাড়াও উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন