মাছের খাবারের আড়ালে গাঁজা ব্যবসা,অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেনের নেতৃত্বে আটক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মাছের খাবারের আড়ালে গাঁজা ব্যবসা,অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেনের নেতৃত্বে আটক


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মোঃ জুয়েল (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ২ ঘটিকায় উপজেলার ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জুয়েল কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

সোনারগাঁ থানার এস আই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ নভেম্বর রাত আনুমানিক ২ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ- সার্কেল শেখ বিলাল হোসেন স্যার এর  নেতৃত্বে আমি এসআই ইমরান,মিজানুর রহমান সজিব,এএসআই অনিক আহম্মেদ,রফিকুল ইসলামসহ একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করি।

এসময় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) অভিযান পরিচালনা কালে ড্রাইভার গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে জুয়েল নামের এক মাদক কারবারিকে আটক করি।পরে তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছ ও গরুর খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা  হয় । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।

এবিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭