মোঃ মোয়াশেল ভূইয়াঃ-নারায়ণগঞ্জ বন্দরে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুপগঞ্জের চনপাড়া এলাকার শীর্ষ মাদক সম্রাট শামীম (৩২)কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই।
শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বন্দর থানার লালখারবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই শীর্ষ মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীম রুপগঞ্জ থানার চনপাড়া ৯নং ব্লক এলাকার মৃত আজহার আলী মিয়ার ছেলে। বিপুল পরিমান ইয়াবা উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জ পিবিআই এর উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৯(১১)২২।
জানা গেছে, গ্রেপ্তারকৃত রুপগঞ্জে চনপাড়া এলাকার মাদক সম্রাট শামীম দীর্ঘ দিন ধরে বন্দরে লালখার বাগ এলাকায় আত্মগোপন করে বন্দর ও রুপগঞ্জসহ এর আশে পাশে থানা এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
নারায়ণগঞ্জ পিবিআই এর উপ-পরিদর্শক নজরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লালখারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক সম্রাট শামীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআই বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক আবুল বাসার গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীমকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন