সোনারগাঁয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

সোনারগাঁয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ


নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের  সোনারগাঁয়ে মোসাঃ খোদেজা  (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গত সাতদিন  দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ  মোসাঃ খোদেজ উপজেলার বৈদোর বাজার ইউনিয়নের সাতবাইয়াপাড়া  গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার  মেয়ে।


গত সোমবার (২১নভেম্বর) সকাল  ১০ টার দিকে  তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি। এ ব্যাপারে তার বড় ভাই মো. হাবিবুর রহমান (হাবু) শনিবার  বিকালে সোনারগাঁব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং- ১৩৫২।


সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়- নিখোঁজ মোসাঃ৷ খোদেজা  কিছু দিন যাবত  ধরে তিনি মানসিকভাবে অসুস্থ।  তার কোন ছেলে  সন্তান  নাই  ভাইদের সংসারে বসবাস করতেন। ভাই-বোনেরা তার চিকিৎসা ও ভরন-পোষণের খরচ চালাতেন। গত সোমবার  সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার পরনে গোলাপি রংয়ের কাপড়   গায়ের রং শ্যামলা ও মুখের আকৃতি লম্বা  উচ্চতা ৫ ফুট  স্বাস্থ্য হালকা-পাতলা। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭