আজকের সংবাদ ডেক্সঃ-- নারায়ণঞ্জ সোনারগাঁয়ে এক গৃহবধুকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজ ভূঁইয়া নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে একই এলাকার আজিজ ভূঁইয়ার ছেলে মফিজ ভূঁইয়া (৪০) কে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গত মঙ্গলবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,ওই গৃহবধুর স্বামী আলী আহমেদ টিটু প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বাহিরে চলে যাওয়ার সুযোগে মফিজ ভূঁইয়া মঙ্গলবার সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে গৃহবধুকে একা পেয়ে মুখ চাপিয়া ধর্ষণের উদ্দেশ্য শরীরের কাপড় ধরিয়া টানা হ্যাচরা করে ছিড়িয়া ফেলে।এসময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায় গৃহবধর ডাক চিৎকার দিলে বিবাদী দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার (ওসি তদন্ত) আহসান উল্লাহ বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন