পাভেলঃ-নারায়ণগঞ্জ বন্দরে সোমবার(২১ নভেম্বর) দিবাগত রাতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব ১১র একটি অভিযানিক দল।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রসুলপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মোঃ ইমান হোসেন (২৫), ও শরিয়তপুর জেলার পালং মডেল থানার শিবপুর রনখোলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মহসিন হোসেন (২৪)।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা মোঃ ইমান হোসেন ও মহসিন হোসেন (২৪) ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন