বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের বন্দর ইটারী বিল্ডিং এর সামনে ইয়াবা বিক্রি কালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ইয়াবা ব্যবসায়ীরা হলো বন্দর র্যারী আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ইসমাইল (৩৫) ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার জালাল মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী জাকির (৪২)।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। মামলা নং- ১৪(১১)২২।থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল ও জাকির দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী, আমিন, র্যালী ও লেজারার্স এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন