সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে পথচারী নিহত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে পথচারী নিহত


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।


গতকাল  রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের ঢালে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।


নিহত মাসুদ মিয়া সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,রোববার সকালে নিহত মাসুদ মিয়া রাস্তা পার হওয়ার সময় কাঁচপুরে ব্রীজের ঢালে ঢাকা থেকে চট্টগ্রাম মুখি দ্রুত গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত মাসুদের শালক মোরসাইদ জানায়,নিহত মাসুদ চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছেন। আমাদের কাঁচপুর বালুর মাঠ বাসা থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হলে কাঁচপুর ব্রীজের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তার মৃত্যু হয়।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭