আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ওয়ারেন্টভুক্ত কুখ্যাত ডাকাত সেন্টু মিয়া গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার(২৯ নভেম্বর) রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সেন্টু মিয়া (৪০) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বারেকপুর সোনাখালী এলাকার পি রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ধৃত আসামী ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে “স্ট্রীট ডাকাত” নামে
অধিক পরিচিত। গ্রেফতারকৃত আসামী সেন্টু মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় অস্ত্র আইন, মাদক, ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫ (পনের)টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন