পাভেলঃ-র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২,৯২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃহস্পতিবার( ০৩ নভেম্বর) রাত সারে তিনটার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঁন সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউপির মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদ সাদা রং’এর একটি
এ্যালুমিনিয়ামের তৈরি চ্যানেল(রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত পাট্টা) এর ভিতর বিশেষ ভাবে লুকিয়ে ২,৯২০ (দুই হাজার নয়শত বিশ) পিস ইয়াবা পাচারকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদের বিরুদ্ধে ইতিপূর্বে সিএমপি-এর বাকলিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন