নিউজ ডেক্স:-মিরপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম রিপন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব উদ্দিন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় এক জরুরী সাধারণ সভার মাধ্যমে ৪৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া জ্যৈষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হাকিম,সহ-সভাপতি শাহজাহান সিরাজ সবুজ, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি এ জে এম মাইনুল ইসলাম পলাশ,সাংগঠনিক সম্পাদক পদে আবু তাহের, মোঃ শামসুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ইকবাল হোসেন নিপু, প্রচার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছে।
এসময় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক মিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহ কমিটি ঘোষণা করেছেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাকিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন