মোঃ নুর নবী জনিঃ-জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপজেলায় রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিবসটিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
এদিন সকাল ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহমুদা আক্তার ফেন্সি, মোস্তাফিজুর রহমান মাসুম, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন