আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সার্ভিস লাইনের কাজ করার কারণে আগামীকাল সোমবার( ১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, হাবিবপুর ও বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল প্রকৌশলী খালেদ আবদুল্লাহ নিশ্চিত করে আজকের সংবাদ ডটকম প্রতিনিধিকে জানান,উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শহীদ মজনু পার্ক পর্যন্ত সার্ভিস লাইন পৃথক করা হবে।আর এই পৃথক করনের কারণে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সার্ভিস লাইনে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।সেই সাথে তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন