আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক চাপায় ও ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট পড়ে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকরা হলেন, ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন(২০), ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী(৩৪)।
গতকাল বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ এলাকায় কর্ণফুলি ডকইয়ার্ডে ও বুধবার রাতে একরামপুর ইস্পাহানি এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এ পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, উপজেলা মদনগঞ্জ এলাকায় অবস্থিত কর্ণফুলি ডকইয়ার্ডে মো. ইমরান হোসেন ক্রেন দিয়ে লোহার প্লেট অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। এসময় ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট ওপরে পড়ে ঘটনাস্থলেই ইমরান মারা যায়। এদিকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে একরামপুর ইস্পাহানি এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এক ট্রাকের মালামল লোড করছিল। এসময় ওই ট্রাকের পেছনে চাপা পড়ে ঘটনাস্থলে অপর ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারীর মৃত্যু হয়েছে। নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন, কুমিল্লা দাউদকান্দি এলাকার বাসিন্দা। নিহত ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী, ফরিদপুর জেলার বাসিন্দা।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে ট্রাক চাপায় নিহত অপর ট্রাক চালক জাহাঙ্গীরের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। ডকইয়ার্ড শ্রমিক শ্রমিক ইমরানের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন