সোনারগাঁয়ের কারুশিল্প ফাউন্ডেশনে নতুন পরিচালকের যোগদান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

সোনারগাঁয়ের কারুশিল্প ফাউন্ডেশনে নতুন পরিচালকের যোগদান


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নতুন পরিচালক এসএম রেজাউল করিম বুধবার সকালে যোগদান করেছেন।


তিনি কর্মস্থলে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।


বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এখান থেকে বদলি হওয়ার পর অতিরিক্ত দায়িত্ব পালন করেন বাবুল মিয়া। পরবর্তীতে বাবুল মিয়াকে তার স্বপদে বহাল করার পর বুধবার সকালে পরিচালক হিসেবে এসএম রেজাউল করিম দায়িত্বভার গ্রহণ করেন।


পরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ফাউন্ডেশন ঘুরে দেখেন।


এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা একেএম আজাদ সরকার, নিরাপত্তা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, গাইড লেকচারার একেএম মুজাম্মিল হক মাসুদ,ফটোগ্রাফার মো. শফিকুর রহমান, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, স্টেনোগ্রাফার মো. সারোয়ার, সহকারী লাইব্রেরিয়ান রাকিব হোসেন, প্রধান অফিস সহকারী মো. আব্দুর রহিম, স্টোর কিপার মো. আলাল হোসেন খান, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান, হিসাব সহকারী মো. রেজাউল করিম, অভ্যর্থনাকারী তাজমহল বেগম, নিম্নমান সহকারী রিক্তা পারভীন, নিন্মমান সহকারী মো. দিলোয়ার হোসেনসহ কর্মচারীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭