মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গোলজার হোসেন প্রধানের নিজস্ব অর্থায়নে দু’শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঁইন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে অত্র এলাকার মো. সিরাজুল ইসলাম, তোতা মিয়া, মতিন, ওসমান, রাব্বি, সুমন, জহিরুল, মামুন, সোহাগ, সাকিলসহ এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলজার হোসেন প্রধান বলেন, প্রতি বছরের ন্যায় শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আজো এখানে নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। এভাবে যেনো মানুষের সেবা দিতে পারে তিনি সেই কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া প্রার্থনা করেন ও উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন