মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. নাজিম উদ্দিন (৪৯) কে গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।গ্রেফতারকৃত নাজিম উদ্দিন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কালীবৃত্তি নতুন বাড়ী গ্রামের শাহজাহান খাঁর ছেলে।
র্যাব জানান,গত ২০১৬ সালে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যা করে আসামী নাজিম। এ ঘটনায় লক্ষীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন যাপন করে আসছে। চলতি বছরের ২৬ নভেম্বর আদালত ওই মামলায় তার মৃত্যুদন্ড ঘোষনা করেন।তারই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন