মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁও সংঘর আয়োজনে সোনারগাঁও সরকারি কলেজের অনার্স ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল হাসপাতালের নিওরোলজী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফউজ্জামান অপু।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম বলেন, শিক্ষার মানউন্নয়নে সরকার যথেষ্ঠ কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের কারনে সোনারগাঁয়ের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফল অর্জিত হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন,সোনারগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীল আফরোজ, মোঃ সুলতান আহম্মেদ, মোঃ লুৎফর রহমান, মনজ কুমার ওজা, নিলুফার ইয়াসমিন, সোহেলৈী আসমা, শেখ মোহাম্মদ আলী আক্কাছ, আল মামুন সিকদার, হোসনেয়ারা পান্না, জান্নাতুল ফেরদৌসী, মোগরাপাড়া এইচজিজিএস সরকারি স্মৃতি বিদ্যায়তনের শিক্ষক জহিরুল রোজদুল হক, আবু জিহাদি, শ্যামা চন্দ্র দাস, মোঃ নুর হোসেন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন