হারানো বিজ্ঞপ্তিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা হতে মোঃ মাহিম মিনহাজ (১৬) নামে এক ছেলে হারিয়ে গেছে। তার পিতার নাম মোঃ মামুন কবির।
সে গত গত ২২শে ডিসেম্বর, রোজ- বৃহস্পতিবার,
২০২২ বেলাঃ আনুমানিক সকাল ৯ঃ৩০ ঘটিকায় সোনারগাঁ থানাধীন পুরান টিপরদি এ সি আই গেট সংলগ্ন নিজ বাসা থেকে বাহির হয়ে ফিরে আসেনি।সে একজন সোনারগাঁ রামচন্দ্র পোদ্দার গঙ্গাবাসী পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।মাহিম মিনহাজের গায়ে ছিলো কালো টাউজার ও গিয়া কালার ফুলশার্ট। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল হালকা গোলাকার, মাথার চুল কালো।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা সোনারগাঁ থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং- ১১৯৭, তারিখঃ ২৪/১২/২০২২।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির ছোলেটির সন্ধান জেনে থাকলে তার পিতা মোঃ মামুন কবিরের সাথে যোগাযোগ করুন,মোবাইল নং-০১৮৫৪০০৩৩৭৩ অথবা ০১৩২২৮৪৭৬২৬ নাম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
এছাড়াও আজকের সংবাদ ডটকম এর ফেসবুক পেজে আপডেট জানাতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন