মোঃ নুর নবী জনিঃ-অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক।
শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকা তার নিজ বাড়ীতে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় শফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে ৪ শতাধিক দুস্থ-সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুর মাঝে এ কম্বল তুলেদেন।
এসময় শফিকুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
এসময় ধন্যবাদান্তে ছিলেন,নোয়াগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জহিরুল ইসলাম এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন