আজকের সংবাদ ডেক্সঃ-গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং এ থাকা একটি তিশা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান,দীর্ঘদিন ধরে তিশা পরিবহনের একটি বাস ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছেন। এ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন