মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে বুধবার দুপুরে গরীব মানুষের মধ্যে সরকারী বরাদ্দের কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,সারা দেশের মতো সোনারগাঁয়েও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দরিদ্র-বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ উপজেলা পরিষদের সাথে সাথে আমাদের এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক,ফিরুজ্জামান মোল্লা, ইউপি সদস্যগণ ও সচিবসহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন