মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নিজস্ব অর্থায়নে থানার গেট হইতে থানা মসজিদ পর্যন্ত সংযোগ সড়কটি ঢালাই করন করা হয়েছে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদ থেকে থানার প্রধান গেট পর্যন্ত প্রায় ৩০০শত ফুট রাস্তার আর সি সি ঢালাই কাজ চলছে।
এ সময় মসজিদে আগত স্থানীয় মুসল্লীরা জানান সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নিজেস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণ করায় নির্বিঘ্নে মুসল্লিদের যাতায়াতের পথ সুগম হল। বর্ষাকালে আগের মত কাদামাটি পেরিয়ে মসজিদে যেতে হবে না, সেই সাথে তারা নবাগত ওসি মাহবুবু আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন