মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই হাজার নয় শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
আটকৃতরা হলেনঃ- চট্টগ্রামের লোহাগড়ার সুফিয়াবাদ কাজীপাড়া এলাকার রফিক আহাম্মেদের ছেলে মোঃ এহসান উল্লাহ (২৩) ও ফারাগা মনদোলারচর এলাকার আহাম্মেদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬)।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন স্যারের নেতৃত্বে মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ২৯০০ শত ইয়াবাসহ দুজনকে আটক করি।
এবিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান,গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন