পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে সি আই পি অমল পোদ্দারকে গণসংবর্ধনা ও নতুন স্কুল ভবন উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে সি আই পি অমল পোদ্দারকে গণসংবর্ধনা ও নতুন স্কুল ভবন উদ্বোধন


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কৃতি সন্তান নানাখী গ্রামের গর্ব পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্র বাবু অমল পোদ্দার (সি,আই,পি) কে গণসংবর্ধনা, ৪ তলা ভবনের শুভ উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সাদীপুর ইউপির পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় এ গণসংবর্ধনা ও ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 


অনুষ্ঠানে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু অমল পোদ্দারের (সি,আই,পি) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম,উপজেলা

মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য  আবু নাঈম ইকবাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল হাই।


এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মধ্যে দেশপ্রেম থাকলে দেশের বাইরে থাকলেও দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত ও সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্যে মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি সোনারগাঁসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। সে স্বপ্ন পূরণে কৃতী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।


এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭