মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আল আমিন(৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে ৯৯৯ নাম্বার থেকে সংবাদ পেয়ে উপজেলার বৈদ্যের বাজার হামছাদি এলাকার মিয়া বিল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত আহসান উল্লাহ।
তিনি জানান সকালে ৯৯৯ নাম্বার থেকে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়, তিনি বলেন ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে জমির ঘাসের নিচে লুকিয়ে রাখে। আল আমিন উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ এর পরিচয় প্রথমে না জানা গেলেও পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে,এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন