মোঃ নুর নবী জনিঃ-বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় একটি রেস্টুরেন্ট ও দুটির মিষ্টির কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহিম জানান,উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিছু ব্যবসায়ী অবৈধ সংযোগ নিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির তৈরীর কারখানা পরিচালনা করে আসছিলো।তারই ধারাবাহিকতায় আজ তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে একটি রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার টাকা ও দুটি মিষ্টির কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা কর হয় ।
এ সময় তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কাযালয়ের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক সহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন