মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১।
শুক্রবার পৌরসভার দিঘীরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ মো. মনির হোসেন (৪১),মো. আবুল কালাম (৩৫),মো. আলী আলম বাদল (৩৮), মো. মুর সাইদ হোসেন (৩২) ও মো. রিপন বেপারী (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪শত টাকা, ৬টি মোবাইল এবং ১০টি সীম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন