মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে এক কেজি ছয়শত গ্রাম হেরোইনসহ মাসুম সরকার(১৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
সোমবার রাত অনুমান ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টীম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুম সরকার কুমিল্লা জেলার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।
ডিবি পুলিশের এস আই সাঈদ রুহুল আমিন বলেন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,পিপিএম (বার) স্যার এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরকিুল ইসলাম স্যার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ বন্ধু পরিবহন বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম সরকার এর কাছ থেকে ১.৬ কেজি (এক কেজি ছয়শত গ্রাম) হেরোইন, যাহার অনুমান বাজার মূল্য ৩,২০,০০,০০০/- (তিন কোটি বিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন