মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সনমান্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে সনমান্দীর মগবাজার এলাকার বঙ্গবন্ধু লাইব্রেরী মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম।
এসময় প্রধান অতিথি রেজওয়ান উল ইসলাম বলেন এই শীতবস্ত্র মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন,সনমান্দী ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জসীমউদ্দীন চৌধুরী,সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মোল্লা, নুরুল ইসলাম টিক্কা মেম্বার, শাহিনা মেম্বার, তরিকুল ইসলাম, সজিব আহমেদ সহ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন