সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সোনারগাঁ প্রতিনিধি
:- নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তি ও ৩৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সোনারগাঁও রয়েল রির্সোটে বুধবার বেলা ১১টায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।


সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ার-উল-ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা মাহফুজর রহমান ও ফিরোজ হোসাইন মিতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,  সোনারগাঁও থানার ওসি (তদন্ত ) আহসানউল্লাহ,  জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।


অনুষ্ঠানে  সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন সংস্কৃতি মন্ত্রলালয়ের মিডিয়া ফেলোশিপ পুরস্কার পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।


সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে ৩৫ পাউন্ডের কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এছাড়া দুর্বার নামে একটি স্মরনিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য হারুন অর রশিদ, সালমা আক্তার কণা, সুমন আল হাসান, মাহবুব হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জি আর ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হুসেইন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সোনারগাঁওয়ের সমন্বয় বেলায়েত হোসেন,সোনারগাঁও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুর নবী জনি, সাংবাদিক জাকির হোসেন ঝন্টু, আক্তার হাবীব, গাজী মোবারক, প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সোনারগাঁও  থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭