মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোঃ মোস্তফা নামের এক বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার সকালে ৯৯৯ এ ফোন পেয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বেইলর নতুন রোড এলাকার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত বাস চালক মোঃমোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মোঃকোরবান আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে ৯৯৯ এ ফোন আসলে ঘটনা স্থল নয়াপুর বেইলর নতুন রোড এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করা হয় পরে লাশটি পরিচয় সনাক্ত করা হয় যে নিহত ব্যক্তিটি একজন বাস চালক তার নাম মোঃ মোস্তফা,সে ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মোঃকোরবান আলীর ছেলে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি । পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মোঃ মোস্তাফার লাশের পরিচয় সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয়া হয়।
পুলিশের ধারণা ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মোঃ মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন